Corona: CBSE পরীক্ষায় করোনার কোপ, 'সময়ে সিদ্ধান্ত নেবে রাজ্য', জানালেন পার্থ

Continues below advertisement

করোনার জেরে বাতিল হয়ে গেল সিবিএসইর (CBSE) দশম শ্রেণির পরীক্ষা। অন্যদিকে পিছিয়ে গেল দ্বাদশের পরীক্ষাও। দেশজুড়ে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে, তাতে অনেকেই পরীক্ষা বাতিলের দাবি তুলেছিলেন। দশম শ্রেণির পরীক্ষার্থীদের কীভাবে ফলপ্রকাশ করা হবে, তা নিয়ে নির্দেশিকা প্রকাশ করা হবে। আবার অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা কীভাবে হবে, তা করোনা পরিস্থিতি পর্যালোচনা করে ফের ১ জুন সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "আমরা আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পরিস্থিতি বদল না হলে আমরা সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করব। স্বাস্থ্যবিধি আগে যেমন মেনে চলতে হবে তেমনি আমরা দেখছি, যেন কোনও ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট না হয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram