'রোজ ফোন করতাম, বলত রোগী ভালো আছে', হাসপাতালে এসে মৃত্যুর খবর পেয়ে হতবাক পরিবার

Continues below advertisement
করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগীর মৃত্যু কলকাতা মেডিক্যাল কলেজে| হাওড়ার সলপের বাসিন্দার মৃত্যু| পরিবারের দাবি, গত ৫ দিন ধরে হেল্প লাইনে রোগীর সুস্থতার খবর মিললেও আজ তাঁরা হাসপাতালে এসে জানতে পারেন যেদিন তাঁরা ওই রোগীকে ভর্তি করেছিলেন হাসপাতালে সেইদিন ওই রোগীর মৃত্যু হয়|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram