Corona: করোনা পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে কেন্দ্রকে দুষলেন সৌগত-সুজন

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi) তিনি বলেন, "খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বেরোবেন না। এই মুহূর্তে দেশকে লকডাউনের থেকে বাঁচাতে হবে। লকডাউন এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র।" এই নিয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, "তৃণমূল কংগ্রেস অনেকবার ২৬ তারিখের মধ্যে ভোট মিটিয়ে নেওয়ার কথা বলেছে। সেই কথা নির্বাচন কমিশন শুনছে না। করোনা পরিস্থিতি এতটা খারাপ হওয়ার পিছনে কেন্দ্রই দায়ী।" সুজন চক্রবর্তী বলেন, "আমরাই প্রথমে বলেছি নির্বাচন কমিশন প্রয়োজনে সব মিছিল, মিটিং বন্ধ করে দিক। মানুষ আগে, জীবন আগে। আগে ভোট ও রাজনীতি না। মানুষের বিপদের দায় যারা সরকার পরিচালনা করছে তাঁদের।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola