করোনা : ঋণের ইএমআই স্থগিত নিয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলল সর্বোচ্চ আদালত

Continues below advertisement
করোনা আবহে ঋণের ইএমআই স্থগিত নিয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে হবে। সুদের ওপর সুদ নেওয়ার কোনও উপযুক্ত কারণ আদালত দেখতে পাচ্ছে না। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। সম্প্রতি এই নিয়ে মামলা করেন গজেন্দ্র শর্মা নাম এক ব্যাক্তি। বুধবার মামলাটি ওঠে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ব্যাঙ্কগুলিকে আমানতকারীদের সুদ দিতে হয় তাই ঋণের সুদ মুকুব করা সহজ নয়। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে লকডাউনে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ৩-৬ মাস ইএমআই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে একাধিক ব্যাঙ্ক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram