Corona Third Wave: 'তৃতীয় ঢেউ অনিবার্য এবং আসন্ন', দাবি ICMR-এর
Continues below advertisement
চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের (Third Wave Of Corona) আশঙ্কা। এই অবস্থায় নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল জানালেন, সংক্রমণের (Corona Infection) গতি কিছুটা কমলেও, করোনা প্রতিরোধের ক্ষেত্রে আগামী ১০০ থেকে ১২৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকি এখনও কাটেনি বলে জানিয়েছে আইসিএমআর-ও (ICMR)। এই পরিস্থিতিতে করোনা বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আইসিএমআর-এর অতিমারী বিশেষজ্ঞ সমীরণ পণ্ডা জানিয়েছেন, অগাস্টের শেষেই ভারতে চলে আসতে পারে কোভিডের থার্ড ওয়েভ । আমরা সকলেই ঝুঁকির মুখে। কারণ সারা দেশেই আঘাত হানতে পারেন কোভিডের থার্ড ওয়েভ। পশ্চিমবঙ্গে শুক্রবার থেকেই কড়াকাড়ি কিছুটা শিথিল করা হয়েছে। সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হয়েছে। দোকান, বাজারও খুলে গেছে।
Continues below advertisement
Tags :
Coronavirus Coronavirus India Updates ABP Ananda ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Coronavirus News Coronavirus Death Covid-19 Cases Coronavirus India Highlights Third Wave Of Corona 17 July News Bengali News