Corona Vaccine: চাহিদার তুলনায় ভ্যাকসিন কম, রাশিয়ার Sputnik V-কে ছাড়পত্র কেন্দ্রের

Continues below advertisement

দেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা (Corona) সংক্রমণের হার। এই পরিস্থিতিতে রাশিয়ার (Russia) স্পুটনিক ভি (Sputnik V) ভ্যাকসিনকে (Vaccine) ছাড়পত্র দিল এসইসি। হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিসের সঙ্গে যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করছে রাশিয়া। সূত্রের খবর, এরপরে ডিসিজিআই-এর ছাড়পত্র দেওয়া বাকি। কোভ্যাকসিন ও কোভিশিল্ডের মতোই ক্লিনিক্যাল ট্র্যায়াল চলাকালীনই ছাড়পত্র দেওয়া হয় এই ভ্যাকসিনকে। চাহিদার তুলনায় ভ্যাকসিন কম থাকায় জরুরি ভিত্তিতে এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রের। ২০০ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করা যাবে বলে জানা গেছে। অন্যদিকে আজই রাজ্যে পৌঁছে যাচ্ছে ৪ লক্ষ কোভিশিল্ড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram