Corona: দিল্লিতে চালু হচ্ছে সাপ্তাহিক কার্ফু, চালু থাকবে অত্যাবশ্যকীয় পরিষেবা

Continues below advertisement

দৈনিক করোনা (Corona) আক্রান্তের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে ভারত। পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠায় মহারাষ্ট্রের (Maharastra) পর কড়া পদক্ষেপ নিল দিল্লি (Delhi) সরকার। অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal) জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে দিল্লিতে উইক এন্ড কার্ফু চালু কড়া হচ্ছে দিল্লিতে। এই কার্ফু চলাকালীন মল, জিম, স্পা, অডিটোরিয়াম বন্ধ থাকবে। সিনেমা হলে বসতে পারবেন ৩০ শতাংশ দর্শক। বসে খাওয়া যাবে না রেস্তরাঁগুলিতে। এই কার্ফুর সময় শুধু অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram