খরচ কমাতে ৫০% শূন্যপদ বিলোপের নির্দেশ, নতুন কোনও নিয়োগ করবে না রেল

Continues below advertisement
করোনার ধাক্কা ভারতীয় রেলে। রেলে ৫০ % শূন্যপদ বিলোপের নির্দেশ। সুরক্ষার সঙ্গে আপোস না করে বিলোপের নির্দেশ। রেলে সুরক্ষা বাদে নতুন পদ সৃষ্টি নয়। সব শূন্যপদে আপাতত নিয়োগ স্থগিত। রেলে কঠোরভাবে ব্যয়সঙ্কোচের নির্দেশ। সব জেনারেল ম্যানেজারকে চিঠি রেলবোর্ডের। এই প্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব রেলে ব্যবস্থা নেওয়া শুরু। ৩ হাজার ৬৮১ পদে বিলোপের প্রক্রিয়া শুরু হবে। চার ডিভিশন ও সদর দফতরের ৩ হজার ৬৮১ পদ। এজিএম চিঠি দিলেন সব ডিআরএম-দের। দক্ষিণ-পূর্ব রেলের ৮৮৫ পদ এর আওতায় আসবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram