Coronavirus update: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্যগুলিকে নয়া নির্দেশিকায় কী জানাল কেন্দ্র?

নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। ১ এপ্রিল-৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন গাইডলাইন। এই গাইডলাইন পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছে। তাতে বলা হয়েছে, কোভিড বিধি পালনে আরও কড়াকড়ি করতে হবে। দ্রুত পরীক্ষা করে করোনা রোগীকে চিহ্নিতকরণ করতে হবে। সংক্রমণের উৎস দ্রুত খুঁজে বের করতে হবে। আরটিপিসিআর টেস্টের সংখ্যা আরও দ্রুত বাড়াতে হবে। সংক্রমিতকে দ্রুত চিহ্নিত করে আইসোলেশনে পাঠাতে হবে। সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করতে হবে। কনটেনমেন্ট জোনের তালিকা ওয়েবসাইটে জানাতে হবে। টিকাকরণের গতি বাড়াতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola