Coronavirus: শিশুদের করোনা সংক্রমণ প্রসঙ্গে কী বললেন চিকিৎসক অপূর্ব ঘোষ? Bangla News

Continues below advertisement

দেশে করোনায় একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ৫০০ ছুঁইছুঁই।  এপ্রসঙ্গে চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, " শিশুরা এই তৃতীয় ঢেউয়ে সাংঘাতিকভাবেই আক্রান্ত হচ্ছে। কিন্তু শিশুদের বেশি কিছু হচ্ছে না। আমরা খুন সিরিয়াস কোভিড ইনফেকশন বাচ্চাদের দেখছি না।'' " তবে এক্ষেথ্রে ওঁদের খুব বেশি জ্বর হচ্ছে। মাথা ব্য়াথা, গলা ব্যাথা হচ্ছে। কিন্তু গন্ধ, স্বাদ চলে যাওয়ার মতো কিছু শিশুদের হচ্ছে না।'' জানালেন চিকিৎসক অপূর্ব ঘোষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram