জুলাইয়ে ফাইনাল সিমেস্টারও স্থগিতের প্রস্তাব, অক্টোবরে পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ
Continues below advertisement
কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ পিছিয়ে কি অক্টোবরে যাচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রের কাছে শিক্ষাবর্ষ পিছনোর সুপারিশ করেছে ইউজিসি। জুলাইয়ের ফাইনাল সিমেস্টারও স্থগিতের প্রস্তাব দেওয়া হয়েছে। আগের সিমেস্টারের নম্বর দিয়ে পাস করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। না চাইলে, পরে পরীক্ষার সুযোগ, সুপারিশ করেছে কমিটি। করোনা পরিস্থিতিতে শিক্ষাবর্ষ, পরীক্ষার কী ভবিষ্যত? সূত্রের খবর, গাইডলাইন তৈরি করতে ইউজিসির কমিটিকে দায়িত্ব দিয়েছে কেন্দ্র। ইউজিসির কমিটির রিপোর্টে শিক্ষাবর্ষ পিছোনোর প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই গাইডলাইন প্রকাশের সম্ভাবনা।
Continues below advertisement
Tags :
Academic Year Exams Postpone Colleges University Grants Commission UGC University Abp Ananda Covid-19