Covid New Variant: বছর শেষে ফিরেছে কোভিড-আতঙ্ক, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন
Continues below advertisement
ABP Ananda LIVE: বছর শেষে ফিরেছে কোভিড-আতঙ্ক (Covid New Variant)। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। চলতি বছরে ২১ মে থেকে, গত সাতমাসে যা সর্বাধিক। (Corona Cases) অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪২০। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন কেরল ও বাকি ২ জন রাজস্থান ও কর্ণাটকের বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত চার সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা ৫২ শতাংশ বেড়েছে (Corona Cases India)। এই সময়কালে ৮ লক্ষ ৫০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও গত ২৮ দিনে কোভিডে মৃত্যুর হার ৮ শতাংশ কমেছে।
Continues below advertisement
Tags :
India Covid 19 Cases Covid 19 Cases In India Corona Cases In India Coronavirus Cases In India India Coronavirus Cases COVID News ABP Ananda LIVE Covid Cases In India India Covid Cases Kerala Covid Cases COVID Cases 640 New Corona Cases Covid Cases In Kerala Kerala Daily Covid Cases Rising Covid Cases In Kerala New Covid Cases In India Covid 19 New Varient Eris Kerala Covid 19 Cases Covid New Variant 2023