Covid New Variant: বছর শেষে ফিরেছে কোভিড-আতঙ্ক, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন

Continues below advertisement

ABP Ananda LIVE: বছর শেষে ফিরেছে কোভিড-আতঙ্ক (Covid New Variant)। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। চলতি বছরে ২১ মে থেকে, গত সাতমাসে যা সর্বাধিক। (Corona Cases) অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪২০। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন কেরল ও বাকি ২ জন রাজস্থান ও কর্ণাটকের বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত চার সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা ৫২ শতাংশ বেড়েছে (Corona Cases India)। এই সময়কালে ৮ লক্ষ ৫০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও গত ২৮ দিনে কোভিডে মৃত্যুর হার ৮ শতাংশ কমেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram