Covid Survey: হাইপারটেনশন বা ডায়াবিটিস থাকলে বাড়তি আশঙ্কা কোভিডে, বলছে সমীক্ষা।Bangla News
চিন, কোরিয়া, হংকং, ইউরোপে বাড়ছে করোনা। ইজরায়েলে নতুন স্ট্রেন। উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল মেড আর্কাইভে প্রকাশিত সমীক্ষা রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, বেলেঘাটা আইডি হাসপাতাল ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফে করোনা পরবর্তী সিনড্রোম নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর্যন্ত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ক্লান্তি, অনিদ্রা-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। রিপোর্টে উল্লেখ, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃত্যুর হার ৩.৬৫ শতাংশ। এছাড়া, ২০-৪০ বছর বয়সীদের করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের হাইপারটেনশন বা ডায়াবিটিসের সমস্যা আছে, তাঁরাই আইসিইউ-তে ভর্তি ছিলেন। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল মেড আর্কাইভে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে উল্লেখ।