COVID Update: একদিকে মৃত্যুমিছিল, অন্যদিকে মানুষের অসহায়তার সুযোগে রমরমিয়ে চলছে বেআইনি কারবার!

Continues below advertisement

অ্যাম্বুল্যান্স (Ambulance), শববাহী গাড়ির ভাড়া থেকে কোভিড টেস্ট, সবকিছুতেই বেশি ভাড়া চাওয়ার অভিযোগ। করোনাকালে (Corona) মানুষের অসহায়তার মধ্যেই রমরমিয়ে বেআইনি কারবার চলছে বলে অভিযোগ। দিনে দিনে ভয়ঙ্কর হচ্ছে করোনা। কান পাতলেই স্বজনহারাদের হাহাকার। অভিযোগ, মানুষের এই অসহায়তার মধ্যেই রমরমিয়ে চলছে বেআইনি কারবার। কারোর যখন সর্বনাশ, তখন বহু জায়গাতেই টাকা চাওয়ার অভিযোগ উঠছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram