COVID Update: 'বাংলায় জুন মাস অবধি সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকবে', দেশে রেকর্ড সংক্রমণের দিন আশঙ্কা চিকিৎসক কুণাল সরকারের

Continues below advertisement

বাংলায় সপ্তম দফার নির্বাচনের দিনই দেশে ফের রেকর্ড গড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের৷ এপ্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার (Dr. Kunal Sarkar) জানান, "আমরা করোনার দ্বিতীয় ঢেউ আটকানোর ক্ষেত্রে হেরে গিয়েছি। এর মধ্যেও কিছু কিছু জায়গায় সংক্রমণ নিম্নমুখী দেখতে পাচ্ছি। কুম্ভমেলার পর এবং বাংলাতে নির্বাচনের পর যে কী অবস্থা হবে, তা নিয়ে আমরা সকলেই খুব চিন্তায় আছি। এই দুই জায়গা বাদ দিয়ে বাকি জায়গাগুলিতে হয়তো মে মাসের মাঝের সময় থেকেই সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসতে পারে। বাংলাতে নির্বাচনের জেরে অবাঞ্ছিত গতিবিধির ফলে জুন মাস অবধি সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করা হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram