Covid Updates: অক্সিজেনের অভাবে দিল্লিতে মৃত ৮, কেন্দ্রকে কটাক্ষ হাইকোর্টের

Continues below advertisement

অক্সিজেনের অভাবে দিল্লিতে মৃত্যু হল ৮জন করোনা রোগীর। দিল্লির বাটরা হাসপাতালের ঘটনা। মৃতদের মধ্যে রয়েছেন ওই হাসপাতালের একজন প্রবীণ চিকিৎসক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁরা বারবার দিল্লি সরকারের কাছে জানিয়েছিলেন যে তাঁদের কাছে আর কিছু ঘন্টারই অক্সিজেন বেঁচে রয়েছে। কিন্তু অক্সিজেনের কোন ব্যবস্থা হয়নি। এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করল দিল্লি হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়, ‘জল মাথার উপর চলে গেছে। দিল্লিতে মানুষ মরছে, আমরা চোখ বুজে থাকতে পারবো না’। কেন্দ্রীয় সরকার থেকে এর আগে প্রতিশ্রুতি দেওয়া হয় যে দিল্লিতে ৪৯০ মেট্রিক টন অক্সিজেন বন্টন করা হবে। এই কাজ এখনও কেন হয়নি এই নিয়ে সরকারকে প্রশ্ন করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram