Covid Updates: বাজেট-বরাদ্দ অর্থে কেন বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে না সরকার? উঠছে প্রশ্ন
সরকারি হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিনেশন, কিন্তু তাঁর জন্য লম্বা লাইনে দীর্ঘ প্রতীক্ষা। অনেকেই ফিরছেন খালি হাতে। কিছু কিছু বেসরকারি হাসপাতালেও শুরু হয়েছে ভ্যাকসিনেশন। ২৫০ টাকার ডোজ পাওয়া যাচ্ছে কয়েকগুণ বেশি দামে। বেসরকারি হাসপাতালে কোভিশিল্ডের (Covishield) ডোজের জন্য মোট লাগছে ৮৫০ টাকা। কোভ্যাকসিন (Covaxin) পাওয়া যাচ্ছে ১৫০০ টাকায়। ভ্যাকসিন নিয়ে ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন ভ্যাকসিন নিতে আসা রোগীরা। অনেকে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার দাবি তুলছেন। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে হাত তুলে নিয়েছে সরকার। বেসরকারি হাসপাতালগুলিকে কোম্পানি থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে হচ্ছে। তাই ভ্যাকসিনের দাম দিতে হচ্ছে বেশি। অনেকের প্রশ্ন ভ্যাকসিনের জন্য কেন্দ্র বাজেটে যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা দিয়ে বিনামূল্যে কেন ভ্যাকসিন (Vaccine) দেওয়া হচ্ছে না।