Cow Smuggling Case:ইডি দপ্তরে দেবের জিজ্ঞাসাবাদ শুরু,তদন্তে সহযোগিতার আশ্বাস দেবের। ABP Ananda Live

Continues below advertisement

Cow Smuggling Case:ইডির(ED) তলবের মুখে ঘাটালের তৃণমূল(TMC) সাংসদ(MP) অভিনেতা দেব(Dev)।  আজ সকাল এগারোটা নাগাদ তিনি  দিল্লির ইডি দপ্তরে পৌঁছন।  শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।  কদিন আগে ইডি গরুপাচার মামলায়(Cow Smuggling Case) দেবকে তলব করে।  তখন তাঁর রাজনীতিতে থাকা নিয়ে জল্পনা শুরু হয়।  কিন্তু তার দুদিন পর মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee) আর অভিষেক  বন্দোপাধ্যায়ের(Abhisek Banerjee) সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের আস্বস্ত করেন যে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূলের সাংসদ প্রার্থী হবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে তিনি নির্দোষ , ইডি যতবার তাঁকে ডাকবে ততবারই তিনি আসবেন।  উল্লেখ্য গরুপাচার মামলায় এনামুল হকের(Enamul Haque) থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল দেবের বিরুদ্ধে।  সেই পরিপ্রেক্ষিতে এই ইডি তলব।  কিন্তু ইডি দপ্তরে হাজিরা দেওয়ার আগে তিনি এই অভিযোগ অস্বীকার করেন।ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram