Cyclone Michaung: প্রবল বৃষ্টিতে জলের তলায় চেন্নাই, খেলনা গাড়ির মতো ভাসছে গাড়ি | ABP Ananda LIVE

Continues below advertisement

Chennai : ক্রমেই শক্তিশালী বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় মিগজ়াউম ( Cyclone Michaung ) । বর্তমানে সাগরের ( Bay of Bengal )উপর ঘুরপাক খেতে খেতে ঝড়টি এগিয়ে চলেছে অন্ধ্র উপকূলের দিকে। আর তার জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইতে। উথালপাথাল সমুদ্র। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরি (Puducherry)উপকূলে। ভাসছে তামিলনাডুর বিভিন্ন এলাকা ( Tamil Nadu)  উত্তর উপকূলীয় তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত চলছে।  চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম, কুড্ডালোর, তিরুভাল্লুর জেলার বিভিন্ন অঞ্চল  (Chennai, Chengalpattu, Kancheepuram, Nagapattinam, and Cuddalore districts, with Thiruvallur district ) কার্যত জলের তলায়। ঝোড়া হাওয়ায় বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত বাড়ির পাঁচিল ধসে পড়েছে। এ ঘটনায় ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা। কানাথুর পুলিশ বিষয়টি তদন্ত করছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।              

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram