Cyclone Yaas Effect: ইয়াসের প্রভাবে বিচ্ছিন্ন যোগাযোগ, চিকিৎসার অভাবে গঙ্গাসাগরে মৃত্যু অসুস্থ শিশুর

Continues below advertisement

ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে সমুদ্রের জলোচ্ছ্বাসে একের পর এক গ্রাম ডুবে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। তার মধ্যে বকখালি, ফ্রেজারগঞ্জ, ঘোড়ামারা দ্বীপ, সম্পূর্ণ প্লাবিত হয়েছে। সেই জল প্লাবনে আটকে পড়েছেন বহু মানুষ। তেমনই এক পরিবারের ছোট্ট সদস্যের বাড়ি গঙ্গাসাগরে। অসুস্থ ছিল সে। গতকাল তার অসুস্থতা এতটাই বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করার কথা বলেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাগর থেকে কাকদ্বীপে আসতে পারেননি পরিবারের সদস্যরা। কার্যত লকডাউনের শহরে বন্ধ ফেরি চলালচলও। কলকাতায় নিয়ে আসতে না পারায় চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই শিশুর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram