Cyclone Yaas: 'ইয়াস' মোকাবিলায় ফ্রেজারগঞ্জে মোতায়েন মেরিন পুলিশের আধিকারিকরা

Continues below advertisement

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিলোমিটার ও ওড়িশার (Odissa) পারাদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। আজ রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করবে। দুপুরের পর আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভাগে। দিঘা (Digha) থেকে বালেশ্বরের মধ্যে স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল। স্থলভাগে ঢোকার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ফ্রেজারগঞ্জে মোতায়েন রয়েছেন পশ্চিমবঙ্গ মেরিন পুলিশের আধিকারিকরা। উপকূলবর্তী বাহিনীর কমান্ডান্ট-সহ অন্যান্য সদস্যরাও রয়েছেন। তাঁরা মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য বলছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram