পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে জালে আটকে ডলফিনের মৃত্যু
Continues below advertisement
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে জালে আটকে ডলফিনের মৃত্যু। খাল থেকে উদ্ধার মৃতদেহ। ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার সুতি খালে দেখা যায় ডলফিনটিকে। তিনদিন ধরে খালেই ঘুরপাক খাচ্ছিল প্রাণীটি। গতকাল ডলফিনটিকে সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। কিন্তু ভিড় দেখে, খালের গভীরে ঢুকে পড়ে ডলফিনটি। এরপর মাছ ধরার জালে আটকে তার মৃত্যু হয়। আজ সকালে ডলফিনের দেহ উদ্ধার হয়।জেলা বনাধিকারিক স্বাগতা দাসের দাবি, ডলফিনটিকে স্বাভাবিক নিয়মেই সমুদ্রে পাঠানোর চেষ্টা হয়েছিল। খালে আবর্জনা থাকায়, অক্সিজেনের ঘাটতি হওয়ায় সে অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি, কাঠের সেতুতে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। এরপর জালে আটকে মৃত্যু হয় ডলফিনটির। বন দফতর জানিয়েছে, কীভাবে মৃত্যু, তা জানতে দেহের ময়না তদন্ত হবে
Continues below advertisement