Amit Shah: দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? কী বলছে বিজেপি নেতৃত্ব? ABP Ananda Live
JP Nadda: দিল্লিতে গেরুয়া ঝড়, ২৬ বছর পর রাজধানী দখল বিজেপির। বিজেপির দিল্লি দখলের পর অমিত শাহ-জে পি নাড্ডা বৈঠক। দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী কে? তুঙ্গে জল্পনা। মোদি বিদেশ সফর থেকে ফিরলে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, সূত্রের খবর মুখ্যমন্ত্রীর চেয়ারে কেজরিওয়ালকে হারানো জায়ান্ট কিলার প্রবেশ বর্মা? প্রবেশ বর্মার বাবা প্রয়াত সাহিব সিংহ বর্মা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ, দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বিজেন্দ্র সজদেবের নাম নিয়েও জল্পনা। দিল্লির উপরাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন আপের বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী।
নারকেলডাঙায় ধুন্ধুমার। মেয়রের সামনেই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
নারকেলডাঙায় অগ্নিকাণ্ড, মেয়রের সামনেই ধুন্ধুমার। পুলিশের সঙ্গে স্থানীয়দের তুমুল বচসা, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে প্রবল উত্তেজনা। 'তোলা নিয়ে গুদাম বসিয়েছেন কাউন্সিলর', বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের।