Lalit Jha: সংসদে হামলাকণ্ডের তদন্তে ধৃত ললিতের বড়বাজারের বাড়িতে দিল্লি পুলিশ | ABP Ananda LIVE
Continues below advertisement
স্মোককাণ্ডে ৬ রাজ্যে তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল। স্মোককাণ্ডের তদন্তে বড়বাজার-সহ রাজ্যের একাধিক জায়গায় দিল্লি পুলিশ। সংসদে স্মোককাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড ললিতের বড়বাজারের বাড়িতে দিল্লি পুলিশ। রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বাংলা ও মহারাষ্ট্রে স্পেশাল সেল। এছাড়া তদন্তে আরও ৫০টি দল গড়া হয়েছে। আলাদা আলাদাভাবে অভিযুক্তদের ব্যাঙ্কের নথি পরীক্ষার কাজ চলছে। অভিযুক্ত নীলমের হরিয়ানার ঝিন্দের বাড়ি থেকে পুরনো ডায়েরি ও কিছু বই বাজেয়াপ্ত করা হয়েছে। ঝিন্দে নীলমের বাড়িতে হানা দিয়েছিল স্পেশাল সেলের ৮ জনের বিশেষ টিম।
Continues below advertisement