Bangladesh Protest: মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের তদারকি সরকার গঠনের দাবি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: সেনার শাসন নয়। দেশে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা তৈরি করে দিতে চায় অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। যেখানে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকবে। জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখরা চাইছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হোক বাংলাদেশের তদারকি সরকার। ইউনুস দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আলাপ-আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশের বাম দলগুলিও। মঙ্গলবার সর্বদল বৈঠকের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হতে পারে। 

প্রথম আলো সূত্রে খবর, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই ইচ্ছেপ্রকাশ করেন। সংগঠনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তাটি দেন।  ভিডিওটি তা  ফেসবুক মারফত প্রচার করা হয়।   নাহিদরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে তাঁরা এখনই একটি রূপরেখা ঘোষণা করেন। তাঁরা স্পষ্টতই তান সকলকে নিয়ে নতুন এই সরকার গঠন হোক। আর তার উপদেষ্টা করা হোক  ড. মুহাম্মদ ইউনূসকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তাঁরা ঘোষণা করবেন বলে জানান। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram