এয়ার ইন্ডিয়ার কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি ডেরেকের

Continues below advertisement
এয়ার ইন্ডিয়ার কর্মীদের একাংশকে বেতনহীন ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের| অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরিকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়ার কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্রের আগের অবস্থানের পরিপন্থী| লকডাউন পরিস্থিতিতে চাকরি সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলির জন্য নির্দেশিকা জারি করে কেন্দ্র| সেখানে বলা হয় কারও বেতন যেন কাটা না যায়| ডেরেকের অভিযোগ, কর্মীদের সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা| তিনি আরও লেখেন, এয়ার ইন্ডিয়ার প্রায় দেড়শো জন কর্মী করোনা আক্রান্ত, করোনা আবহে ঝুঁকি নিয়েই কাজ করেছেন তাঁরা| তারপর এই সিদ্ধান্ত কর্মীদের একরকম ব্যবহার করে ছুড়ে ফেলার মতোই ঘটনা|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram