'ভবানীপুরে হারবেন জেনে জায়গা বদল করেছেন', তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

Continues below advertisement

বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বামের তরফ থেকেও প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কোন কেন্দ্রে কে কার বিরুদ্ধে লড়বেন? দেখে নিন। তৃণমূলের প্রার্থীতালিকায় তারকাদের ছড়াছড়ি। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, বাঁকুড়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর সদরে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। বারাসাতে ফের প্রার্থী করা হয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। চণ্ডীপুর থেকে লড়বেন সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্র। রাজারহাট গোপালপুর থেকে লড়বেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি শিবপুর, বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। চণ্ডীপুরের প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakrabarty) বলেন, ‘আমার প্রিয় দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আমার নেতা ও বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisek Banerjee)) কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বিশ্বাস করার জন্য। অন্য সব ক্ষেত্রের মতো রাজনীতিতেও চ্যালেঞ্জ আছে। আমার সব কিছু দিয়ে তাঁদের বিশ্বাস রাখার চেষ্টা করব।’ ১০ বছরের স্বল্প সময়ে রাজ্যের ১০ কোটি মানুষকে বিভিন্ন প্রকল্পের আওতায় আনা, তাদের সন্তুষ্ট করা রাজ্য সরকারের বড় সাফল্য, কেন্দ্রীয় সরকার কীভাবে মানুষকে সর্বশান্ত করছে সেই কথাও বলেন সোহম। উত্তরপাড়ার ঘাসফুল প্রার্থী কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) বলেন, ‘আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে কৃতজ্ঞ। আমরা সবাই দিদির দূত। উত্তরপাড়ার মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করব। সবাই মিলে একসঙ্গে দিদির জন্য কাজ করব।’ প্রার্থী তালিকার চমক দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জিতবে বিজেপি। তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। ভবানীপুরে হারবেন জেনেই সেখানে দাঁড়াতে রাজি হননি মমতা। কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। নাম ঘোষণার পরেই প্রচারে বেরলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। 

 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram