নজরে ৯ চটজলদি: তারকা থেকে মন্ত্রী, তৃণমূলের হেভিওয়েটরা কে কোথায় লড়বেন?
বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী। তাঁর ছেড়ে আসা ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় প্রাক্তন দলনেত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেছেন, নিজের কেন্দ্রে ছেড়ে পালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, এবার ভবানীপুরে হারবেন বলে বুঝতে পেরেছিলেন। শুভেন্দু বলেছেন, ওখানে যা ভোটে হারতেন, এখানে তার তিনগুণ ভোটে হারাব। তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, বাঁকুড়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর সদরে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। বারাসাতে ফের প্রার্থী করা হয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। চণ্ডীপুর থেকে লড়বেন সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্র। রাজারহাট গোপালপুর থেকে লড়বেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি শিবপুর, বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা নিজেদের আসনেই লড়ছেন। বেহালা পূর্বের প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। কামারহাটিতে প্রার্থী হচ্ছেন মদন মিত্র। রানাঘাট উত্তর পশ্চিমে শঙ্কর সিংহ, কাটোয়ায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সবংয়ে মানস ভুঁইয়া, নাটাবাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়িতে গৌতম দেব, রায়গঞ্জে কানাইয়ালাল আগরওয়াল, কান্দিতে অপূর্ব সরকার, জঙ্গিপুরে জাকির হোসেনকে প্রার্থী করেছে তৃণমূল। পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, পূর্বস্থলীতে স্বপন দেবনাথ, কেশপুরে শিউলি সাহা। সিঙ্গুর থেকে টিকিট পেলেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রার্থী হচ্ছেন মাস্টারমশাইয়ের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত বেচারাম মান্না। প্রার্থীতালিকা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, এবারের তালিকায় মহিলা প্রার্থী রয়েছে ৫০ জন। তপশিলি জাতির প্রার্থী ৭৯ জন, আদিবাসী প্রার্থী রয়েছেন ১৭ জন। ৮০ ঊর্ধ্ব কেউ এবারের ভোটে প্রার্থী হচ্ছেন না।