এক ঝলকে : উমপুনের পর বিদ্যুৎ-জলের দাবিতে রণক্ষেত্র টিটাগড়, বনগাঁতেও প্রতিবাদ-বিক্ষোভ
Continues below advertisement
বিদ্যুৎ-জলের দাবিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র টিটাগড়। প্রথম দফায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠার পর ফের অবরোধ হয়। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। লাঠিচার্জ পুলিশের, গ্রেফতার ৬। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বনগাঁ শহরের বিস্তীর্ন এলাকা বিদ্যুৎহীন। প্রতিবাদে শাসনে যাওয়ার রাস্তায় গাছ ভেঙে অবরোধ। যার জেরে আটকে পড়ে শববাহি গাড়িও। পরে বনগাঁ পুরসভার আশ্বাসে অবরোধ ওঠে।
Continues below advertisement
Tags :
Amphan Cyclone Path Amphan Cyclone Updates Amphan Cyclone News Titagarh Amphan Updates Amphan Effect Amphan Abp Ananda Amphan Cyclone Meaning