অমিত শাহর জনসভায় যোগ দেওয়ায় কেশপুরে বিজেপি কর্মীদের১০০ দিনের কাজে বাধা, অভিযুক্ত তৃণমূল
Continues below advertisement
অমিত শাহর জনসভায় যোগ দেওয়ায় বিজেপি কর্মীদের ১০০ দিনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেশপুরের দুড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, নদীবাঁধের জন্য গতকাল ১০০ দিনের কাজে মাটি কাটা হচ্ছিল। বিজেপি অভিযোগ করেছে, শনিবার মেদিনীপুরে অমিত শাহর সভায় যাওয়ার কারণে তাদের কয়েকজন কর্মীকে ফিরিয়ে দেওয়া হয়। তৃণমূল দাবি করেছে, জব কার্ড না থাকায়, কাজ করতে দেওয়া হয়নি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
Continues below advertisement
Tags :
Bengal Election Keshpur ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC BJP West Bengal Elections 2021 Amit Shah