লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্যে ছাড়, তবু বাজারে উপচে পড়া ভিড় শহর থেকে জেলায়
Continues below advertisement
লকডাউনের মধ্যে পাওয়া যাবে নিত্য়প্রয়োজনীয় জিনিসপত্র। মিলবে চাল, ডাল, সবজি, দুধ, ডিম,মাছ-মাংস। সরকার আশ্বস্ত করলেও উদ্বেগ কমছে না ক্রেতাদের। সকাল থেকে শহর এবং জেলার বাজারে ক্রেতাদের থিকথিকে ভিড়। আতঙ্কে জিনিসপত্র বাড়িতে মজুত করতে চাইছেন তাঁরা। কারণ ট্রেন বন্ধ থাকায় বেশিরভাগ বিক্রেতায় বাজারে আসতে পারেননি। একই ছবি মালদার রথবাড়ি বাজারেও। সেখানেও সবজি থেকে মুদির বাজরে উপচে পড়া ভিড়। জনসংস্পর্শ এড়াতে ব্যবসায়ীদের ঠেলা গাড়িতে জিনিসপত্র বিক্রি করার নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।
Continues below advertisement
Tags :
COVID-19 Fear Rathbari Market Lake Market Coronavirus In Bengal Lockdown In Bengal Malda Abp Ananda Kolkata