জগদ্ধাত্রী পুজো : পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজোর ভোগ রান্না

Continues below advertisement
দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী, ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বান। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। কোথাও আবার নবমীর দিনই তিন প্রহরে হয় পুজো। এবারে করোনা আবহে উৎসবের ঝাঁকজমক অনেকটাই ফিকে। কিন্তু মায়ের আরাধনায় বাধ সাধেনি কোনও প্রতিবদ্ধকতাই। 
বড়বাজার সর্বজনীনের পুজোর সঙ্গেই দেখে নিন, পালপাড়া সর্বজনীন, কৃষ্ণনগর নুড়িপাড়া বারোয়ারি, চন্দননগর দৈবিকপাড়া ও নিমতলা টিম্বার মার্চেন্টের পুজোর ঝলক। পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন-র পুজো থেকে ভোগ রান্নার ছবিও তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। খিচুড়ি, পায়েস, আট রকমের ভাজা সহ সবই রয়েছে মায়ের ভোগপ্রসাদী হিসেবে। পুজোর দিনের সঙ্গে সাযুজ্য রেখে ভাজার বিষয়টি স্থির হওয়াই যেখানে রীতি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram