ফটাফট: জৌলুস ছাড়াই কাল কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ও অন্য খবর

Continues below advertisement
হাসপাতাল থেকে ছুটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। হাসপাতাল থেকে বেরিয়ে ধন্যবাদ জানালেন হাসপাতালের সব চিকিৎসক ও কর্মীদের। বললেন, সম্পূর্ণ সুস্থ আছি। সৌরভ বাড়ি ফিরলেও থাকবে সতর্কতা। নিয়মিত যাবেন চিকিৎসকরা। ২-৩ সপ্তাহ রাখা হবে পর্যবেক্ষণে। উডল্যান্ডস থেকে বেহালা, সর্বত্রই অনুরাগীদের ভিড়। হাসপাতাল থেকে বেরিয়ে এড়ালেন রাজনীতি সংক্রান্ত প্রশ্ন।

নন্দীগ্রামে শহিদ দিবস পালন ঘিরে দড়ি টানাটানি। মধ্যরাতে ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ বেদীতে শ্রদ্ধা শুভেন্দুর। সকালে সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির। হল তৃণমূলের সভাও। নেতাই দিবস পালন ঘিরেও টানাপড়েন। হবে তৃণমূলের সভা। আসার কথা পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রের। কোনওদিনও যারা আসেননি, আজ তাদেরই ব্যানার, খোঁচা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নেতাই থেকে মালগড়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ, 'গদ্দার দূর হটো' পোস্টার, উঠল স্লোগানও।

এসপ্তাহে ফের রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচীর সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পৌষের শেষেই বসন্ত।


শুক্রবার কলকাতা চলচিত্র উতসবের উদ্বোধন। দেখানো হবে ৪৫টি দেশের ১৩২টি ফিল্ম। উতসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram