District News: ভয়ঙ্কর তিস্তা-তোর্সা, দার্জিলিংয়ে ধসের কবলে একাধিক বাড়ি | Bangla News

Continues below advertisement

ফুঁসছে তিস্তা, ভয়ঙ্কর তোর্সা। ত্রিবেণীর কাছে জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। দার্জিলিঙের এসডিও অফিস ও টার্মুল স্কুলের কাছে ধসে ভেঙেছে একাধিক বাড়ি। বন্ধ টয়ট্রেন। 

সোমবার রাত থেকে ১০ নম্বর ও ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হওয়ায় গতকাল সন্ধের পর থেকে শুরু হয় যান চলাচল। খুলে যায় রোহিনীর রাস্তা। দার্জিলিং ও সিকিমে আটকে পড়া পর্যটকরা ধীরে ধীরে নেমে আসেন সমতলে। 

লাগাতার বৃষ্টির মধ্যে মাটিগাড়ায় সেতু বিপর্যয়। ৩১ নম্বর জাতীয় সড়কের উপর থাকা বালাসন সেতুর তিন নম্বর পিলার ধসে গিয়ে বিপত্তি। ওই রুটে বন্ধ যান চলাচল। 

অতি বৃষ্টি ও ধসের জেরে সাজানো গোছানো লাভা কার্যত লন্ডভন্ড। কালিম্পঙের এই শৈলশহরের একাধিক জায়গায় ধসে গেছে রাস্তা। লাভা থেকে গরুবাথান যাওয়ার রাস্তা বন্ধ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram