West Midnapore: 'অলচিকি ভাষার শিক্ষক চাই', ঘাটালে পথ অবরোধ আদিবাসী সংগঠনের
ঘাটালে রাজ্য সড়ক অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগণা মহল। ঘাটালের ১৪টি স্কুলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে হয়েছে। আজ সকাল ৬টা থেকে ক্ষীরপাইয়ের হালদারদিঘি এলাকায় শুরু হয় পথ অবরোধ। শিক্ষক নিয়োগ সহ মোট চারটি দাবি রয়েছে আদিবাসী সংগঠনের।