West Midnapore: 'অলচিকি ভাষার শিক্ষক চাই', ঘাটালে পথ অবরোধ আদিবাসী সংগঠনের

ঘাটালে রাজ্য সড়ক অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগণা মহল। ঘাটালের ১৪টি স্কুলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে হয়েছে। আজ সকাল ৬টা থেকে ক্ষীরপাইয়ের হালদারদিঘি এলাকায় শুরু হয় পথ অবরোধ। শিক্ষক নিয়োগ সহ মোট চারটি দাবি রয়েছে আদিবাসী সংগঠনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola