Fake Post: 'তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়', ভুয়ো খবর ছড়াতে ব্যবহার করা করা হল এবিপি আনন্দ-র নাম ও লোগো!
ফের সোশাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার। ভুয়ো খবর ছড়াতে ব্যবহার করা হয়েছে এবিপি আনন্দর নাম ও লোগো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। এবিপি আনন্দর নাম ও লোগো ব্যবহার করে যেখানে লেখা হয়েছে, তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়। এই ধরনের কোনও খবরই এবিপি আনন্দ সম্প্রচার করেনি। পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। শনিবার আসানসোলের বিজেপি সাংসদ সেই ভুয়ো খবরের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে লেখেন, "ফেক নিউজ যদি বানাতেই হয় তাহলে একটু সাবধানে বানাও। কয়েকদিন আগেই এবিপির লোগো বদলে গিয়েছে।"
Tags :
Social Media Viral Viral Post Babul Supriya Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Fake News Abp Ananda BJP TMC