তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত রবিবাসরীয় বিধাননগর, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির
Continues below advertisement
বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগরের বাসিন্দারা ৪ নম্বর ভেরির পাশে রবিবার পিকনিক করছিলেন। বিজেপি কর্মীদের পাশের পিকনিক করছিলেন তৃণমূল কর্মীরা। আজ বিকেল ৫টা নাগাদ বিজেপি কর্মীদের প্রতি তৃণমূল কর্মীরা কটূক্তি শুরু করেন বলে অভিযোগ। এর পরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে তাদের বাঁশ ও পাঠি দিয়ে মারধর করে হয় বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আহত অবস্থায় একজনকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরে চিংড়িঘাটা থেকে নিক্কোপার্কের দিকে যাওয়ার রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
Continues below advertisement