West Bengal Election 2021: '৪ হাজার ভোটে জেতাতে হবে', নির্দেশ কল্যাণের, 'আজই দায়িত্ব ছেড়ে দিচ্ছি', পাল্টা পঞ্চায়েত প্রধান
Continues below advertisement
কোন্নগরে তৃণমূলের কর্মী সম্মেলনে তর্কাতর্কিতে জড়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। কল্যাণ বলেন, কানাইপুরের শুধু আচ্ছেলাল জিতবেন আর বিধায়ক-সাংসদরা হারবেন তা চলবে না।। তিনি বলেন, 'লোকসভা ভোটে আমি সেখানে হেরেছি, বিধানসভা ভোটে আমাকে চার হাজার ভোটে জেতাতে হবে।' আচ্ছেলাল বলেন, 'বললে আজকেই দায়িত্ব ছেড়ে দেব।'
Continues below advertisement
Tags :
TMC ABP Ananda LIVE West Bengal Elections With ABP Ananda Bengal Election Konnagar Kalyan Banerjee Abp Ananda West Bengal Elections 2021