Diwali: রাম মন্দির উদ্বোধনের পর প্রথম দীপাবলি, অযোধ্যায় আতশবাজির প্রদর্শনী। ABP Ananda Live

Rammandir: রাত পোহালেই কালীপুজো। দীপান্বিতা অমাবস্যায় হবে শক্তির আরাধনা। তার আগের দিন ভূত চতুর্দশী। ১৪ প্রদীপের আলোয় ১৪ শাকের নৈবেদ্য বাংলার ঘরে ঘরে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আজকের দিনটি ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিসেবে পালিত হয়। কথিত আছে, কার্তিক মাসের এই তিথিতে নরকাসুরকে বধ করেন শ্রীকৃষ্ণ। সেই থেকে নাম নরক চতুর্দশী। মানুষের বিশ্বাস, নরকাসুর এদিন তার সঙ্গী ভূত-প্রেতদের নিয়ে মর্ত্যে আসেন পুজো নিতে। রাম মন্দির উদ্বোধনের পর প্রথম দীপাবলি, অযোধ্যায় আতশবাজির প্রদর্শনী। দীপাবলি উপলক্ষ্যে ২৮ লক্ষ প্রদীপে সেজে উঠল সরযূ নদীর তীর। এই অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করা হয়েছিল প্রকৃতি বান্ধব প্রদীপের। যোগী সরকারের এই নতুন রেকর্ড প্রশংসা কুড়িয়েছে সকলের। ABP Ananda Live   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola