Donald Trump: শুল্ক আরোপ নিয়ে আদালতে ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শুল্ক আরোপ নিয়ে আদালতে ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের । অধিকাংশ শুল্কই অবৈধ, রায় দিয়ে জানাল আমেরিকার আপিল আদালত । 'এই শুল্ক চাপিয়ে ট্রাম্প তাঁর ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন' । 'তবে এরপরেও ১৪ অক্টোবর পর্যন্ত ট্রাম্পের চাপানো সমস্ত শুল্ক কার্যকর থাকবে' । এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হবে ট্রাম্প প্রশাসনকে' শুল্ক সংক্রান্ত মামলার রায়ে বলেছে ফেডেরাল সার্কিট আপিল আদালত । আদালত রায় ঘোষণা করতেই পাল্টা সমালোচনা আমেরিকার প্রেসিডেন্টের । সমস্ত শুল্কই এখনও বহাল রয়েছে, আপিল আদালত যা বলেছে তা ভুল' । ওরাও জানে, শেষ পর্যন্ত আমেরিকা জিতবে' 'এই শুল্ক কখনও তুলে নিতে হলে, সেটা আমেরিকার জন্য বিপর্যয় হবে' । অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়বে দেশ'
আরও পড়ুন...
কজন বলছেন, খাম ভর্তি টাকা ছিল... আরেকজনের দাবি, না না, টাকা না... কখনও খামে ছিল বাবার শ্রাদ্ধের কার্ড... কখনও ছেলের পৈতের আমন্ত্রণ পত্র! অভিযোগ, প্রায়ই জীবনকৃষ্ণ সাহার কাছে খাম কিম্বা ব্য়াগ পাঠাতেন সাঁইথিয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়। আর সেই খাম পৌঁছে দিত, শান্তনু রায়ের একসময়ের সহযোগী, বর্তমানে, বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য় গৌর হালদার। সালটা ২০১৮... সেই সময় অবশ্য় গৌর হালদারও তৃণমূলে ছিলেন। বর্তমানে সেই গৌর হালদার দাবি, সেই ব্য়াগে থাকত টাকা। যদিও জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টাকা ভর্তি খাম পাঠানোর দাবি পুরোপুরি নস্য়াৎ করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়..তাঁর দাবি, তিনি খামে করে নানা রকমের কার্ড পাঠাতেন! এদিকে, ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি... ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ছাড়াও, ED-র স্ক্য়ানারে রয়েছে তৃণমূল বিধায়কের আত্মীয়-পরিচিতদের নামে থাকা একাধিক সম্পত্তি... যেমন, বীরভূমের সাঁইথিয়া স্টেশন রোডের ওপর, সাড়ে ৪ হাজার স্কোয়ার ফিটের এই ৪ তলা শপিং মল। যে জমিতে এই শপিং মল, সেই জমির মালিক সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার স্বামী সুব্রত সাহা। এই মায়া সাহা-ই সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি এবং সুব্রত সাহা পিসেমশাই। শুধু শপিং মলই নয়, সূত্রের খবর, ED-র স্ক্য়ানারে রয়েছে এই সুবিশাল লজও। ৩৭টা ঘর বিশিষ্ট এই লজের মালিকও জীবনকৃষ্ণ সাহার পিসি, মায়া সাহার স্বামী সুব্রত সাহা...যদিও এই সম্পত্তি পুরোপুরি তাঁর নিজের টাকাতেই বলে দাবি করেছেন জীবনকৃষ্ণ সাহার পিসেমশাই।