করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা - হু, অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের, অনুদান বন্ধের হুঁশিয়ারি
করোনা মোকাবিলায় ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। হু-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যে টাকা আমেরিকা তাদের দেয়, সেই টাকা বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে করোনা বিরোধী লড়াই ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ট্রাম্পের অভিযোগ, হু যদি তাঁদের সঠিক বার্তা দিত, তা হলে এত লোকের মৃত্যু হত না দেশে। কিন্তু তারা সেটা করেনি। তাঁর আরও অভিযোগ, গোটা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যাদের দেখার কথা, সেটা না করে চিনের হয়ে কাজ করেছে হু। যার জেরে গোটা বিশ্বে অতিমারির আকার নিয়েছে করোনা। যদিও ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর পাশাপাশি চিনকে পরোক্ষভাবে আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্টের। উল্লেখ্য, গতবছর চিনের উহান শহরে প্রথম থাবা বসায় কোরোনাভাইরস। বাণিজ্য থেকে শুরু করে কূটনীতি, আমেরিকা ও চিনের বরাবরই আদায় কাঁচকলা সম্পর্ক।
Tags :
Donald Trump On WHO Coronavirus Latest News World Health Organisation WHO Covid-19 Coronavirus Donald Trump