সিল হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের 'হটস্পট', বাড়ি থেকে বেরনো যাবে না জরুরি কাজেও
Continues below advertisement
দেশ জুড়ে বেশ কিছু এলাকাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে করোনা হটস্পট হিসেবে। এবার সেইসব এলাকাকে সম্পূর্ণ সিল করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকারগুলো। উত্তর প্রদেশের ১৫টি জেলার একাধিক জায়গা পুরোপুরি সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানকার বাসিন্দারা বাজার বা ব্যাঙ্কের মতো জরুরি কাজেও বাড়ি থেকে বেরোতে পারবেন না। সরকার থেকেই তাঁদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। একইরকমভাবে দিল্লির টোটি এলাকাটিকেও হটস্পট বলে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এলাকায় ঢোকা বা সেখান থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
Continues below advertisement
Tags :
Hotspots To Be Sealed Coronavirus Latest News Uttar-Pradesh Abp Ananda Coronavirus Update Delhi Coronavirus Covid-19