ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিবকে, এই দাবিতে কেন্দ্রকে চিঠি পাঠালেন ডঃ শান্তনু সেন
কী কারণে চিকিৎসকরা করোনা আক্রান্ত হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লভ অগ্রবাল বলেন, হয় রোগী দেখতে গিয়ে বা পার্টি করতে গিয়ে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লেখেন ডঃ শান্তনু সেন। এই মন্তব্যের জন্য যুগ্মসচিবকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন শান্তনুবাবু।