Durga Puja 2025: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্য়মে দুর্গাপুজোর সূচনা বালিগঞ্জ ফাঁড়ি ২১ পল্লি ক্লাবের
ABP Ananda LIVE: কথায় বলে, রথ টানলে দুগ্গা আসে। শনিবার উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্য়মে দুর্গাপুজোর সূচনা করল বালিগঞ্জ ফাঁড়ি ২১ পল্লি ক্লাব। এবছর তাদের ৭৯ তম বর্ষ।
'এরকম কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে খুব খারাপ হয়েছে',রাজন্যার অভিযোগ প্রসঙ্গে সরব প্রিয়দর্শিনী
'মুখ চিনতাম। অস্বীকার করার তো জায়গা নেই। দক্ষিণ কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। দেখেছি। তার সঙ্গে কথাবাত্রাও হয়েছে। অনুষ্ঠানে। দ্বিতীয় যে ভাবে আমি ওকে চিনতাম, সেটা হচ্ছে, লিগাল অ্যাকটিভিটি, যেটার সঙ্গে প্রান্তিক যুক্ত ছিল। তো প্রান্তিকের সঙ্গে আমার অ্যাসোসিয়েশিয়ন যেহেতু ছিল, সেই সূত্রে আমি ওকে চিনতাম। এর বাইরে ও আমাকে যে বলেছে, তোমাকে এই কাজটা করে দিতে হবে, বা আমি ওর সঙ্গে কোনও সখ্যতা আলাদা করে দেখিয়েছি, এরকম নয়। কোনও হয়েছে কিনা, সেরকম কথা, আমার মনে হয় না হয়েছে। ২০১৯ সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি, যারা করছে অনেকদিন আগে থেকে, তাঁরা জানতো না ? আমি যদি এই ঘটনাগুলি টুকরো টুকরো করে জানতে পারি, তাঁরা জানতো না ? এটা হতে পারে ! আমার এটা প্রশ্ন'। বললেন রাজন্যা।,রাজন্যার অভিযোগ প্রসঙ্গে সরব ফিরহাদ-কন্যা।