WB News: এবার থেকে মিড ডে মিলের খাবার থেকে ভাগ দিতে হবে পথ কুকুরদের, জারি নির্দেশিকা

ABP Ananda LIVE: এবার থেকে মিড ডে মিলের খাবার থেকে ভাগ দিতে হবে পথ কুকুরদের। প্রাথমিক সকুলের কর্মীদেরই নিতে হবে দায়িত্ব। স্কুল শিক্ষা দফতরের জারি করা নতুন নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিভাবকদের একাংশ বিষয়টিকে সাধুবাদ জানালেও, আপত্তি তুলেছে মিড ডে মিলের কর্মী ইউনিয়ন। রাজ্য সরকার তুঘলকি ফরমান জারি করেছে বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও প্রাথমিক শিক্ষা সংসদের তরফে দাবি, সরকারের সিদ্ধান্তকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

 

'এরকম কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে খুব খারাপ হয়েছে',রাজন্যার অভিযোগ প্রসঙ্গে সরব প্রিয়দর্শিনী

'মুখ চিনতাম। অস্বীকার করার তো জায়গা নেই। দক্ষিণ কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। দেখেছি। তার সঙ্গে কথাবাত্রাও হয়েছে। অনুষ্ঠানে। দ্বিতীয় যে ভাবে আমি ওকে চিনতাম, সেটা হচ্ছে, লিগাল অ্যাকটিভিটি, যেটার সঙ্গে প্রান্তিক যুক্ত ছিল। তো প্রান্তিকের সঙ্গে আমার অ্যাসোসিয়েশিয়ন যেহেতু ছিল, সেই সূত্রে আমি ওকে চিনতাম। এর বাইরে ও আমাকে যে বলেছে, তোমাকে এই কাজটা করে দিতে হবে, বা আমি ওর সঙ্গে কোনও সখ্যতা আলাদা করে দেখিয়েছি, এরকম নয়। কোনও হয়েছে কিনা, সেরকম কথা, আমার মনে হয় না হয়েছে। ২০১৯ সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি, যারা করছে অনেকদিন আগে থেকে, তাঁরা জানতো না ? আমি যদি এই ঘটনাগুলি টুকরো টুকরো করে জানতে পারি, তাঁরা জানতো না ? এটা হতে পারে ! আমার এটা প্রশ্ন'। বললেন রাজন্যা।,রাজন্যার অভিযোগ প্রসঙ্গে সরব ফিরহাদ-কন্যা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola