আজই শুরু দুর্গাপুজো, রীতি মেনে কৃষ্ণা নবমীতে শীল লেনের দাসবাড়িতে হল দেবীর বোধন
Continues below advertisement
মধ্য কলকাতার শীল লেনের দাসবাড়ির দুর্গাপুজো আজ শুরু হয়ে গেল। পারিবারিক রীতি মেনে কৃষ্ণ নবমীতে দাসবাড়িতে শুরু হয় পুজো। আজ থেকেই বোধনের ঘট বসিয়ে শুরু হয়ে গেল পুজো। নিয়মিত এই ঘটে পুজো চলবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সেখানে মহাপুজোর আয়োজন হবে মহাসপ্তমী থেকে দশমী অবধি। শীল লেনের এই দাস বাড়িতে ১৫ দিনের বদলে ৪৫ দিন ধরে চলবে পুজো।
Continues below advertisement