Durga Puja: 'মমতার সরকার বুঝতে পেরেছিল দুর্গাপুজোর একটা অন্যতম মাধুর্য্য আছে', বললেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি । Bangla News

Continues below advertisement


ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেল বাংলার দুর্গাপুজো (Durga Puja)। মানবতায় দুর্গাপুজোকে অননুভবনীয় সাংস্কৃতিক হেরিটেজ তকমা। "ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই হেরিটেজ তকমা। বাধা দূর করে সবাই মিলিত হয় এই উৎসবে।" দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়ে জানাল ইউনেস্কো। 

এ বিষয় শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, খুব উচ্ছসিত বোধ করছি। একটা জিনি মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে দুর্গাপুজোর প্রতি নজর দেওয়া হয়েছে। উনি বুঝতে পেরেছিলেন এর একটা অন্যরকম মাধুর্য্য আছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram