Durga Puja: বড় পুজো নয়, জনসেবার মাধ্যমেই এই বছর মা'কে আহ্বান জানাতে চায় পুজো কমিটিগুলি

Continues below advertisement

পুজোয় বাকি আর ১০০ দিন। অন্য বছরে এই সময় থেকেই শুরু হয়ে যায় পুজোর কাউন্টডাউন। শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। করোনা অতিমারির কারণে এবছর সেসব প্রায় উধাও। অন্যরকমভাবে পুজোর প্রস্তুতি নিচ্ছে পুজো কমিটিগুলি। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতির মোকাবিলায় পুজোর উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। তারপরই দুর্গাপুজোর জন্য পরিচিত ক্লাবগুলি জনসেবায় ব্রতী হয়েছে। কোনও ক্লাবে তৈরি হয়েছে অক্সিজেন পার্লার, কোথাও আবার গড়ে উঠেছে সেফ হোম। একাধিক ক্লাবের উদ্যোগে ত্রাণ পৌঁছে গেছে ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্থ এলাকায়। এই জনসেবাকে অন্যরকম পুজো বলে উল্লেখ করেছেন অনেকে। শহরের বড় বড় পুজো কমিটিগুলি জানিয়েছে, ছোট করেই এই বছর দুর্গা পুজো করা হবে। বড় পুজোর বদলে জনসেবার মাধ্যমেই মায়ের আহ্বান জানাবেন তাঁরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram