লকডাউনে কমিউনিটি কিচেন গড়ে এলাকাবাসীর কাছে খাবার পৌঁছে দিচ্ছে নিউ ব্যারাকপুর পুরসভা
Continues below advertisement
লকডাউনে বাইরে বেরোনো নিষেধ। সংক্রণ এড়াতে তাই কমিউনিটি কিচেনের ব্যবস্থা করল নিউ ব্যারাকপুরের পুরসভা। পয়লা বৈশাখ থেকে এই কিচেন শুরু হয়েছে। সকাল থেকে শুরু হয় রান্নার তোড়জোড়। মাছ, মাংস, ডিম সবই মেলে এই কিচেনে। রয়েছে নিরামিষ খাবারের ব্যবস্থাও। পুরসভা সূত্রে খবর, মাংস ভাতের দাম ১১০ টাকা। মাছ ভাতের দাম ১০০ টাকা। ডিম ভাত ৭০ টাকা। নিরামিষ খাবার ৬৫ টাকা। সকাল ১০টায় খাবারের অর্ডার দিলে দুপুর ১.৩০-২ এর মধ্যে পৌঁছে যাবে খাবার। কিচেনের দায়িত্বে রয়েছেন পুরকর্মী দেবপ্রসাদ রাহা। করোনা মোকাবিলায় ইতিমধ্যে গোটা এলাকা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে পুরসভা।
Continues below advertisement
Tags :
New Barrakpur New Barrakpur Municipal Corporation Society Kitchen Community Kitchen Lockdown Initiative Coronavirus LIVE Abp Ananda Lockdown Covid-19