তৃণমূলের অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনের চিঠি, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর জেলা সফর বাতিল করল তৃণমূল

Continues below advertisement

ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি তারা, তৃণমূল কংগ্রেসের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।  একেবারে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, ‘ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি কমিশন। রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাবে রাজ্য সরকারই।’  কমিশন আরও বলেছে, ‘কোনও বিশেষ উদ্দেশ্যে ডিজিকে সরায়নি নির্বাচন কমিশন। ২ পর্যবেক্ষকের সুপারিশেই তা করা হয়েছে।’ তৃণমূলের অভিযোগ উড়িয়ে স্পষ্ট জানিয়ে দিল কমিশন।  এদিন সকালে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উপস্থিত হয় তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলার ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলে শাসক দল।  কমিশনকে চিঠিতে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত এক গভীর ষড়যন্ত্র। এনিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানাচ্ছি। ডিজি-কে সরিয়ে দেওয়ার পরেই ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনা। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যের আইন শৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের ওপর।  মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায় এক্ষেত্রে কমিশনের ওপর বর্তায়। চিঠিতে উল্লেখ তৃণমূলের। নালিশ জানাতে আজ নির্বাচনে কমিশনে যান পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও ডেরেক ও ব্রায়েন।  তৃণমূলের এই চিঠির প্রেক্ষিতেই শাসক দলকে জবাব দিল কমিশন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার গোড়ালিতে চোট রয়েছে। কাল সকাল ১১টায় ফের বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। অন্যদিকে দলনেত্রীর কর্মসূচিতে কোনও বদল করা হয়নি বলেই জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  কিন্তু, পরে, তৃণমূল সূত্রে জানা যায়, আপাতত দুদিনের কর্মসূচি বাতিল করা হচ্ছে। জানা গিয়েছে, ১৩ মার্চ পুরুলিয়ায় সভা ছিল মমতার। ১৪ মার্চ বাঁকুড়ায় যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। ১৬ মার্চ তৃণমূল নেত্রীর পশ্চিম মেদিনীপুরে সভা। এরপর, ১৭ মার্চ পূর্ব মেদিনীপুরে সভা তৃণমূল নেত্রীর। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram